top of page
  • Writer's pictureindianbengalisinuk

হয়তো দেখো

by Debashish


হয়তো দেখো সেদিনই ঠিক থমকে যাওয়া ভিড় লাইনগুলো ঠিক সৈন্যসারি নান্দীকারের দিকে হয়তো দেখো সেদিনই ঠিক মেঘ -বিনিময় স্থির রুমালজুড়ে ট্রাফিক জ্যামে কুড়িয়ে নেয়া বিকেল

হয়তো দেখো সেদিনই ঠিক বিরুদ্ধতায় থাকা অনেককিছু পাওয়ার পরে ফিরিয়ে দেবার ছুতো হয়তো দেখো সেদিনই ঠিক রাস্তা পেরোয় একা দুঃখ -পলাশ একটা ঘুড়ি,মনখারাপের সুতো

হয়তো দেখো সেদিনই ঠিক দুরন্ত মরশুম ট্রামের ঘরে মেঘ করেছে,ডাকনামে সব নদী যুদ্ধ শেষে বইয়ের পাতায় জড়িয়ে আসে ঘুম বসতসঘরে যৌথখামার,বাড়ছে প্রতিশোধই

হয়তো দেখো সেদিনই ঠিক ছুঁয়ে থাকা সংকেত ঘুম এলে পর জ্বরের শেষে,রঙিন হয়ে থাকা হয়তো দেখো সেদিনই ঠিক শেষ ট্রেনটাও লেট মোমবাতি রং ক্যানভাসে ভোর,রিক্সা-ছবি আঁকা


22 views0 comments

Comments


bottom of page